BENGALBYTE.IN
সম্প্রতি সোনি টিভির ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির ছিলেন এভারগ্রিন শর্মিলা ঠাকুর।
টুকটুকে লাল শাড়িতে টিভির পর্দায় ধরা দিলেন এই বঙ্গ সুন্দরী। পাশাপাশি গড়গড় করে বাংলায় কথাও বললেন পতৌদির বেগম।
কলকাতার ১৯ বছরের গায়িকা সোনাক্ষীর সাথে মঞ্চে শর্মিলা ঠাকুরের বাংলায় কথোপকথন শুনে সকলেই ভেবাচ্যেকা খেয়ে যায়।
শর্মিলা ও সোনাক্ষীর বাংলা কথোপকথন শুনে আদিত্য বলেন, ‘আমাকে বুঝতে পারি না’। আদিত্যর ভুল শুধরে শর্মিলা জানান, ‘আমি বুঝতে পারি না’
‘আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারলে আপনারা বাংলা শিখতে পারবেন না কেন?'
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑