জিম না করেও ওজন কমানোর উপায়

BENGALBYTE.IN

পর্যাপ্ত ঘুম 

যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের জন্য  ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। ভোরে ঘুম থেকে উঠলে শরীরস্বাস্থ্য ভাল থাকবে এবং এই অভ্যাস হজমে সাহায্য করবে যার ফলে আপনার শরীরে অতিরিক্ত মেদ জমবে না। 

দিনের শুরু হোক ধ্যান দিয়ে 

দিনের শুরু হোক ধ্যান দিয়ে  দিনের শুরুটা ধ্যান দিয়ে করতে পারলে সর্বশ্রেষ্ঠ। ধ্যান করলে শরীর ভিতর থেকে শক্তি পায় কাজ করার এবং এই সু অভ্যাসটিই আপনার ওজন ঝরাতে সহায়ক।

সকালে ঘুম থেকে উঠে 

সকালে ঘুম থেকে  উঠে এক গ্লাস গরম জল পান করলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর হয়ে যাবে যার ফলে উন্নতি হবে হজম ক্ষমতার এবং  অতিরিক্ত মেদ গলে যাবে।

ব্রেকফাস্টে খান 

সকালের জলখাবারে এমন  খাবার খান  যা আপনাকে সারাদিন চনমনে রাখতে সাহায্য করবে।  প্রোটিন সমৃদ্ধ খাবার খান এই ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট যা পেট অনেকক্ষণ ভর্তি রাখবে । খাবার খাওয়ার প্রবণতা কমলেই ওজন বাড়বে না।

শরীরচর্চা অপরিহার্য 

ওজন কমানোর অন্যতম  প্রধান উপায় হল শরীরচর্চা।  সঠিক শরীর চর্চা ছাড়া কোনো ডায়েটই  কোনো কাজ করবে না।  অতএব সারাদিন যতই ব্যস্ত থাকুন  না কেন সকালে অন্তত ৪০ মিনিট যোগব্যায়াম করতে হবে।

More Amazing Contents, Swipe Up ↑