BENGALBYTE.IN
অতিতাভ বচ্চন ১৯৮২ সালে কুলি সিনেমার সেটে গুরুতর আহত হন । এতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় এবং প্লীহা পর্যন্ত ফেটে যায়। তবে কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে তিনি আবারও অভিনয় জগতে দাপিয়ে বেড়াচ্ছেন।
মমতাজ মাত্র ৫৪ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। ছয়টি কেমোথেরাপি এবং ৩৫টি রেডিয়েশন নিয়ে তিনি সুস্থ হন।
রজনীকান্ত অ্যালার্জিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে আইসিইউ তে ভর্তি ছিলন। তারপর সিঙ্গাপুরে বহুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন এবং পরবর্তীকালে কর্মজীবনে মন দেন।
হৃত্বিক ২০১৩ সালে মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে হাসপাতালে ভর্তি হতে হন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মাথায় ছোট একটি ছিদ্র থাকার পরেও এখন একদম সুস্থ তিনি।
২০১৪ সালের শেষ দিকে তিনি প্রায় অদৃশ্য হয়ে যান। পরে ২০১৬ সালে সামাজিক মাধ্যমে তিনি জানান যে ১৮ মাস তিনি বাইপোলার ডিজঅর্ডারের কারণে তিনি গান বন্ধ করে দেন । বর্তমানে তিনি সুস্থ ও ফিট আছেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑