BENGALBYTE.IN
বিয়ের দিন সন্ধ্যায় কেমন সাজবেন, তা নিয়ে মেয়েরা একটা পূর্ব কল্পনা করতে শুরু করেন দীর্ঘদিন ধরে।
সুদীর্ঘ কাল ধরে আমরা দেখে এসেছি যে বাঙালি কনেরা বিয়ের দিনের জন্য বেনারসি শাড়িই বেছে নেন।
কনের পরনে উজ্জ্বল রঙিন বেনারসি দেখে চোখ ফেরানোর উপায় থাকে না। কিন্তু বিশেষ করে লাল বেনারসিতে বাঙালি কনের সাজই হয় অন্যরকম।
লালের সঙ্গে সোনার গয়না সুন্দর এক কনট্রাস্ট তৈরি করে, যা দেখে ছোট থেকে বড় সবাই প্রশংসা করে। আজকাল অনেকে হীরের বা কুন্দনের গয়নাও ব্যবহার করেন।
লাল রং-কে ভালবাসা ও যৌবনের প্রতীক হিসেবেও মানা হয়। যেহেতু বিয়ের সঙ্গে ভালবাসার সম্পর্কটা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে, তাই বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। এতে নববধূর রূপ আরো মোহময়ী লাগে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑