প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে আদিত্য

BENGALBYTE.IN

'আশিকি ২’ খ্যাত আদিত্য

উক্ত সিনেমায় বেশ নজর কেড়েছিলেন অভিনেতা আদিত্য রয় কাপুর।

VJ হিসেবে ক্যারিয়ারের শুরু

কেরিয়ারের শুরুতে ভিডিও জকি হিসেবেও জনপ্রিয়তা পান আদিত্য। ছোট চরিত্রে প্রথম বার দেখা যায় ‘লন্ডন ড্রিমস’ ছবিতে।

মুখের সঙ্গে নাক মানানসই হওয়া চাই

কোনও মেয়েকে দেখলে আগে তাঁর নাক দেখেন আদিত্য। মুখের সঙ্গে নাক মানানসই না হলে, সেই মেয়েকে পছন্দ হয় না তাঁর।

সহ অভিনেত্রীদের সাথেও নাম জড়িয়েছিল অভিনেতার

‘আশিকি ২’ ছবিতে অভিনয়ের সময় শ্রদ্ধা কপূর এবং পরবর্তী কালে ক্যাটরিনা কাইফের সঙ্গেও আদিত্যর নাম জড়ায়। এই মুহূর্তে অনন্যা পান্ডের সঙ্গে তাঁকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে।

আদিত্যর পছন্দের পরিচালক কারা!

বলিউডে মূল চরিত্রে খুব বেশি সিনেমায় কাজ করেন নি এই অভিনেতা। তবে আদিত্যর পছন্দের পরিচালক হলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বিক্রমাদিত্য মোটওয়ানে, বিশাল ভরদ্বাজ।

More Amazing Contents, Swipe Up ↑