সন্তানের সামনে কোন কথাগুলি বাবা মায়েদের বলা উচিত নয়?

BENGALBYTE.IN

কথাবার্তায় সংযম আনুন

সন্তান মানুষ করা মুখের কথা নয় আর সন্তান পালনের ক্ষেত্রে আচার-আচরণ, বিশেষ করে কথাবার্তায় সংযম আনা সবচেয়ে প্রয়োজন।

মুখ ফসকে কোন কিছু বলবেন না

হাজার ঝামেলা সামলাতে গিয়ে, মুখ ফস্কে কখনও কখনও কিছু কথা বেরিয়ে যায় যা শিশুমনে তার প্রভাব পড়ে বিস্তর।

রাগের মাথায় কোন কথা বলবেন না

কখনও কখনও সংযম রাখতে পারি না আমরা। আমরা হয়ত রাগের মাথায় বলে দিলাম, পরে তা ভুলেও গেলাম, কিন্তু শিশুমনে সেই কথা এবং তার প্রভাব রয়ে যায় দীর্ঘ দিন।

সন্তানকে অযথা দোষারোপ করবেন না

পরিস্থিতি যাই হোক না কে, তার দায় আপনার, সন্তানের নয়। তাই তাদের দোষারোপ করা ঠিক নয়। ‘আমাকে রাগিও না’, ‘আমি রেগে যাচ্ছি’ না বলে সময় নিয়ে আগে ধাতস্থ হোন। সন্তানকে বলুন, একটু পরে তার কথা শুনছেন।

সন্তানকে কটু কথা বলবেন না

শিশুদের কেউ কেউ ছোট থেকে চালাক-চতুর হয়, কারও মধ্যে আবার শিশুসুলভ ভাব বেশি। তাই বলে শিশুকে বোকা, গাধা বলে বসবেন না।

সন্তানকে কারো সাথে তুলনা করবেন না

সন্তানকে অন্য কারও সঙ্গে তো নয়ই, তার নিজের ভাই-বোনের সঙ্গেও কখনও তুলনা করবেন না।

সন্তানকে এড়িয়ে যাবেন না

শিশুর সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া, বা তাকে চলে যেতে বলা, এমন কখনওই করবেন না।

More Amazing Contents, Swipe Up ↑