দুনম্বরি শুটিংয়ের প্রতিবাদে বাদ পড়েন সব্যসাচী

BENGALBYTE.IN

চলচ্চিত্র উৎসবে গিয়ে অবসরের কথা বলেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন প্রবীণ অভিনেতা।

ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতাদের মধ্যে একজন সব্যসাচী।

সিনেমা জগৎ থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করায় স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির সদস্য থেকে তাঁর অগুনতি ভক্তরাও।

সত্যিই কি তিনি অবসর নিচ্ছেন?

উত্তরে অভিনেতা বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ক্লান্তি, শারীরিক অস্বস্তি ঘিরে ধরেছে তাঁকে। তাঁর ইচ্ছা হলে কাজ করবেন, না ইচ্ছা হলে করবেন না।

বলিউডে ‘বাবলি বাউন্সার’ ছবিতে চরিত্রটি ভাল লেগেছিল বলে অভিনয় করেছিলেন।

ফেলু দার চরিত্র পছন্দের ছিল বলে তা নিয়ে কাজ করেছিলেন

হতাশ সব্যসাচী বলেন,

এই ইন্ডাস্ট্রির প্রতি অনীহা তৈরি হয়েছে তাই সরিয়ে নিচ্ছেন নিজেকে। তাঁর মতে, ইন্ডাস্ট্রির পরিবেশ খারাপ হয়ে গেছে। এক ছবিতে দু' নম্বরি করে শুটিং হচ্ছিল। তা নিয়ে বলায় সব্যসাচীকেই বাদ দেওয়া হয়।

More Amazing Contents, Swipe Up ↑