রাগ নাকি আভিমান ?

BENGALBYTE.IN

পার্থক্য ~১

অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের প্রবনতা।

পার্থক্য ~২

অভিমানে শাসন থাকে, আর রাগে জিঘাংষা থাকে।

পার্থক্য ~৩

অভিমানে নীরবতা ও কষ্টানুভূতি থাকে আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে।

পার্থক্য ~৪

অভিমানে দুটি হৃদয় জড়িত থাকে, আর রাগে ততোধিক ব্যাক্তি জড়িত থাকে।

পার্থক্য ~৫

অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সুখানুভতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন, জন ও সম্মানের ক্ষতি দিয়ে।

পার্থক্য ~৬

অভিমান হল মনের অন্তঃপ্রকাশ আর রাগ হল মনের বহিঃপ্রকাশ। রাগের মধ্যে ভালোবাসা থাকে না আর অভিমানের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে

More Amazing Contents, Swipe Up ↑