BENGALBYTE.IN
অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের প্রবনতা।
অভিমানে শাসন থাকে, আর রাগে জিঘাংষা থাকে।
অভিমানে নীরবতা ও কষ্টানুভূতি থাকে আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে।
অভিমানে দুটি হৃদয় জড়িত থাকে, আর রাগে ততোধিক ব্যাক্তি জড়িত থাকে।
অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সুখানুভতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন, জন ও সম্মানের ক্ষতি দিয়ে।
অভিমান হল মনের অন্তঃপ্রকাশ আর রাগ হল মনের বহিঃপ্রকাশ। রাগের মধ্যে ভালোবাসা থাকে না আর অভিমানের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑