পাহারিয়া ভাইদের সঙ্গে প্রেম ছিল সারা ও জাহ্নবীর

BENGALBYTE.IN

কফি উইথ করণ

‘কফি উইথ করণ’-এর ৭ নম্বর সিজনে একসাথে এসেছিলেন সারা আলি খান আর জাহ্নবী কাপুর।

সারা ও জাহ্নবী পরস্পরের BFF

সারা ও জাহ্নবী ইন্ডাস্ট্রির নতুন BFF। প্রায়ই একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায় তাদের।

লকডাউনের সময় বন্ধুত্ব গাঢ় হয়

শ্রীদেবী-কন্যা জানান যে লকডাউনের সময় সারার সাথে তাঁর বন্ধুত্ব গাঢ় হয়।

প্রেম করার কথা ফাঁস

করণের শো তে দু’জনে একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে প্রেম করার কথা ফাঁস করেন। সেই প্রসঙ্গে করন জোহর বলেন যে তিনি যে বহুতলে থাকেন সেখানেই সেই দুই ভাই থাকতো।

মুম্বইয়ের নাম করা পাহারিয়া পরিবার

মুম্বইয়ের নাম করা ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন পাহারিয়া পরিবারের ছেলে নায়িকাদের প্রেমিক বীর এবং শিখর পাহারিয়া। তাদের দাদু সুশীল কুমার শিন্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

More Amazing Contents, Swipe Up ↑