BENGALBYTE.IN
অভিনেতা সলমন খানের খুব তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, তাই তিনি প্রতিদিন নিয়ম করে সাইক্লিং করেন, সাঁতার কাটেন, জিমএ যান এবং সঠিন খাবার খান কারণ তিনি মনে করেন সঠিক খাবার নির্বাচন করে খাওয়া ওয়ার্কআউট মতোই সমান গুরুত্বপূর্ণ
সকলের মতোই সলমন খানেরও মায়ের হাতের রান্না সবথেকে প্রিয়। চিকেন বিরিয়ানি আর ইয়েলো ডাল তাঁর অন্যতম প্রিয় খাবার যেটি অভিনেতার মা নিজের হাতে তৈরি করে থাকেন
সলমন খান অধিকাংশ ক্ষেত্রে ঘরের তৈরি খাবার ই খেতে পছন্দ করেন যেমন রাজমা চাওল, ডালরুটি এবং আমের আচার সহযোগে খাসির মাংস।
সলমন খান বরাবরই নিজের পরিবারের সাথে ঈদের খুশি পালন করে থাকেন এবং পরিবারের সাথেই একসাথে খাওয়া দাওয়া করেন। বিরিয়ানি, কাবাব , শীর কোর্মা এবং ক্ষীর তাঁর অন্যতম প্রিয় ঈদের ডিস।
সকালের জলখাবারে অভিনেতা খান চারটে ডিমের সাদা অংশ এবং তার সাথে লো ফ্যাটযুক্ত দুধ
ওয়ার্ক আউট এর আগে অভিনেতা প্রোটিন শেক খেয়ে থাকেন এবং তার সাথে থাকে দুটো ডিমের সাদা অংশ
সলমন খানের মধ্যাহ্ন ভোজে খাসির মাংস নিয়মিত থাকে । মাটন ছাড়াও ভাজা মাছ, স্যালাড এবং প্রচুর ফল সলমন খানের নিত্যনৈমিত্তিক মধ্যাহ্নভোজের একটি অঙ্গ
নৈশভোজে অভিনেতা পছন্দ করেন চিকেন অথবা মাছ, আবার অনেক সময় সবজি , স্যুপ বা সকালের বেঁচে থাকা খাবারের কিছু নমুনা।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑