বিয়ের আগেই গর্ভবতী তারকারা

BENGALBYTE.IN

শ্রীদেবী

শ্রীদেবী হলেন  বলিউডের একমাত্র নায়িকা যিনি সর্বসম্মুখে  স্বীকার করেছেন যে, বিয়ের আগেই তিনি গর্ভবতী ছিলেন। ১৯৯৬ সালে বনি কপুরের সঙ্গে যখন শ্রীদেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি ৭ মাসের অন্তঃসত্বা।

কঙ্কনা সেন শর্মা

বেশ কিছু  বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রেমপর্ব চলার পরে অপর্ণা সেনের সুযোগ্যা কন্যা কঙ্কনা সেন শর্মা ও  রণবীর শোরের বিয়ে হয় ২০১০ এ। ২০১১ সালের শুরুর দিকেই একটি পুত্রসন্তানের জন্ম দেন কঙ্কনা যা প্রমাণ করে বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন তিনি।

অনুষ্কা শঙ্কর

প্রখ্যাত সেতারবাদক রবিশঙ্করের সুযোগ্যা  কন্যা অনুষ্কা শঙ্কর ও বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়েছিলেন।

নীনা গুপ্তা

স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল নীনা গুপ্তার আর তারই ফলশ্রুতি হিসেবে বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন  বলিউডের অন্যতম চর্চিত নায়িকা নীনা গুপ্তা। তাঁদের মেয়ের নাম মাসাবা।

মহিমা চৌধুরী

২০০৬ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে মহিমার বিয়ে হওয়ার আগে থেকেই বেশ কিছু পুরুষের সঙ্গে প্রণয়সম্পর্কে জড়িয়ে পরেছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। পরবর্তীকালে বাবি মুখোপাধ্যায় সাথে বিয়ের কয়েক মাসের মধ্যেই মহিমা  এক কন্যা সন্তানের জননী হন।

সারিকা

অভিনেত্রী সারিকার সাথে দক্ষিণী সুপারস্টার  কমল হাসানের প্রণয়ের   সম্পর্কের যখন সূত্রপাত ঘটে  তখনও কমল হাসান তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি আর এই সময়েই সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন আর এ যুগের হট এন্ড হ্যাপেনিং অভিনেত্রী শ্রুতি হসান ই হলেন কমল~সারিকার সেই সন্তান। 

More Amazing Contents, Swipe Up ↑