ওয়েব সিরিজ়ে অভিষেক একঝাঁক বলি অভিনেতার।

BENGALBYTE.IN

এত দিন শুধুমাত্র বড় পর্দায় কাজ করে এসেছেন বলিপাড়ার যে তারকারা।

এ বার ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে অনেক অভিনেতাকে।

চর্চায় রয়েছে রাজ এবং ডিকে নির্মিত থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ় ‘ফরজ়ি’

ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ়ে হাতেখড়ি করলেন শাহিদ। এ ছাড়াও এই সিরিজ়ে কেকে মেনন, বিজয় সেতুপতি, রাশি খন্নার মতো তারকারা অভিনয় করেছেন।

ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিতে অভিনয় করছেন সারা আলি খান

মুক্তিযোদ্ধা ঊষা মেহতার চরিত্রে অভিনয় করবেন সারা।

‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।

শোনা যাচ্ছে যে, বরুণের সঙ্গে এই সিরিজ়ে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকেও।

দীর্ঘ বিরতির পর আবার ফিরতে চলেছেন ঊর্মিলা।

সৌরভ বর্মার পরিচালনায় ‘তিওয়ারি’ ওয়েব সিরিজ়ে কাজ করতে চলেছেন ঊর্মিলা।

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজ়ে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে।

সিদ্ধার্থের পাশাপাশি বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টির মতো তারকাকেও দেখা যেতে পারে এই সিরিজ়ে।

More Amazing Contents, Swipe Up ↑