BENGALBYTE.IN
বিচিত্র সব পোশাক পরে খবরের শিরোনামে থাকেন তিনি। কখনো ব্লেড, কখনো বা সেফটিপিন দিয়ে তৈরি পোশাকেও দেখা গিয়েছে তাকে।
তার তিন বোনও কোনো অংশে কম না। বিচিত্র পোশাকে দেখা না গেলেও সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে থাকেন তারাও।
উরফির মতো তার অনুরাগী সংখ্যাও ইনস্টাগ্রামে এর মধ্যেই এক লাখের ওপর । ১৯ বছর বয়সি ডলি একজন ইনস্টাগ্রাম ব্লগার।
তিনিও ইনস্টাগ্রাম ব্লগার । সাহসী পোশাকের সঙ্গে লেহেঙ্গা, চুড়িদারেও দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে আসফির অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লাখের কাছাকাছি।
মুম্বাইবাসী উরুসা পেশাগত দিক দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত । ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও এক লাখের বেশি। সম্প্রতি মুখে অভ্র মেখে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন উরুসা।
পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑