রবিবারে জন্মেছেন যাঁরা তাঁরা কেমন জানুন 😇

BENGALBYTE.IN

বৈশিষ্ট্য ~১

যাঁরা রবিবারে জন্মগ্রহণ করেন, তাঁরা সাধারণত খুব তেজস্বী, বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন। ভাগ্য  প্রায় সর্বদাই তাঁদের সাথে থাকে। 

বৈশিষ্ট ~ ২

এঁরা যে কোনও কাজ সকলের আগে সম্পন্ন করতে পছন্দ করেন। এঁরা যখন কথা বলেন, খুব ভেবেচিন্তে বলেন ও এঁদের কথা বলার ধরন এত বলিষ্ঠ  হয় যে, সবাই এঁদের কথা শুনে চলার ইচ্ছা প্রকাশ করে। 

বৈশিষ্ট্য~ ৩

এঁদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণ ভাবে লক্ষ্য করা যায়। পূজাপাঠে এঁরা খুব বিশ্বাসী হন।

বৈশিষ্ট্য ~৪

রবিবারের জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের  দেখতে খুব সুন্দর হয়;  চোখ-মুখ সকলকে আকর্ষণ করে  

বৈশিষ্ট্য ~৫

এ ধরনের মানুষদের সাধারণত অর্থাভাব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এঁরা।  নিজের রোজগারের পয়সায় উন্নতি করতেই বেশি আগ্রহী হয়ে থাকেন এঁরা।

বৈশিষ্ট্য~ ৬

এঁদের নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে

বৈশিষ্ট্য ~৭

কারও অধীনে থেকে কাজ করা এঁদের মতের বিরোধী।

More Amazing Contents, Swipe Up ↑