BENGALBYTE.IN
যাঁরা রবিবারে জন্মগ্রহণ করেন, তাঁরা সাধারণত খুব তেজস্বী, বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন। ভাগ্য প্রায় সর্বদাই তাঁদের সাথে থাকে।
এঁরা যে কোনও কাজ সকলের আগে সম্পন্ন করতে পছন্দ করেন। এঁরা যখন কথা বলেন, খুব ভেবেচিন্তে বলেন ও এঁদের কথা বলার ধরন এত বলিষ্ঠ হয় যে, সবাই এঁদের কথা শুনে চলার ইচ্ছা প্রকাশ করে।
এঁদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণ ভাবে লক্ষ্য করা যায়। পূজাপাঠে এঁরা খুব বিশ্বাসী হন।
রবিবারের জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের দেখতে খুব সুন্দর হয়; চোখ-মুখ সকলকে আকর্ষণ করে
এ ধরনের মানুষদের সাধারণত অর্থাভাব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এঁরা। নিজের রোজগারের পয়সায় উন্নতি করতেই বেশি আগ্রহী হয়ে থাকেন এঁরা।
এঁদের নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে
কারও অধীনে থেকে কাজ করা এঁদের মতের বিরোধী।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑