BENGALBYTE.IN
কথা শোনাও একটি বিশেষ দক্ষতা। শ্রোতা হয়ে অনেক বিষয় সম্পর্কে জানার সুযোগ ও আপনি পেয়ে যাবেন। আপনি গুরুত্বসহকারে অন্যদের কথা শুনলে অন্যরাও আপনার প্রতি সমান গুরুত্ব দেবে। আপনার ব্যক্তিত্বে এই বিশেষ গুণটি যুক্ত করে নিজের ব্যক্তিত্ব আকর্ষণীয় করে তুলতে পারেন খুব সহজেই।
নিজের আগ্রহের দিকগুলো বিস্তৃত করুন। এটি আপনার মনকে সতেজ রাখবে, নতুন নতুন বিষয়ে জ্ঞানের পরিধি বাড়াবে ও অন্যদের কাছে আপনি হয়ে উঠবেন আরো আকর্ষনীয়। এর ফলে আপনার আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে, তেমনি নিজের আগ্রহের বিষয়ে অন্যদের সাথে কথা বলার সুযোগটাও পেয়ে যাবেন।
কোনো বিষয় সম্পর্কে আপনার যতো বেশি জ্ঞান থাকবে, যেকোনো কথপোকথনে আপনি ততো বেশিই অংশ নিতে পারবেন। এক্ষেত্রে খুব ভালো একজন বক্তা হতে পারলে অন্যদের আকর্ষণের বিন্দু হয়ে যেতে পারেন খুব সহজেই। তবে অজানা কোনো বিষয় নিয়ে আলাপচারিতার সময়ে আগ বাড়িয়ে কথা বলা উচিত না।
নির্দিষ্ট কিছু মানুষের সাথে চলাফেরা করলে আপনার জানার পরিধি কম হবে। নতুন মানুষদের সাথে পরিচিত হলে তাঁদের সংস্কৃতি, ধারণা, মতামত ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন এবং তা আপনার মন-মানসিকতার বিকাশে সাহায্য করবে, ব্যক্তিত্ব হবে উন্নত।
অন্যদের কথা মনযোগ সহকারে শোনা, তাদের সাথে যোগাযোগ করা এবং পজিটিভিটি ছড়ানোর মাধ্যমেই আমরা আমাদের ইন্টারপার্সোনাল স্কিলগুলোকে কাজে লাগিয়ে যেকোনো জটিল বিষয় সমাধান করাও সম্ভব। আপনার ব্যক্তিত্ব আরো সুগঠিত হবে।
সবার সাথে যোগাযোগ রাখা, দায়িত্ব নিয়ে কাজ করা, পজিটিভ চিন্তা-ভাবনা করা, বিশ্বস্ততা অর্জন করা, সৃজনশীলতা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে নেতৃত্বদানের ক্ষমতা বাড়ানো যায়।এতে করে অন্যরা আপনার কথা শুনবে, মানবে এবং আপনাকে শ্রদ্ধা করবে। আপনার ব্যক্তিত্ব হবে সমৃদ্ধ।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑