BENGALBYTE.IN
হৃদরোগে আক্রান্ত অভিনেত্রীর স্টেন্ট বসেছে, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। অভিনেত্রীর অবস্থা আগের থেকে ভাল।
বাবার সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়।
তিনি আরও যোগ করেন, “এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।”, "তোমাদের সবাইকে খুব ভালবাসি।”
এরপরেই খানিক নিশ্চিন্ত হতে পেরেছেন প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রী সুস্মিতা সেনের ভক্তরা।
৪৭ বছরের সুস্মিতা বরাবরই ফিটনেস ফ্রিক। শরীরচর্চাও চলে জোরকদমে। তা সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলেন কী করে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ভক্তরা।
বরাবরই নিজের শর্তে বাঁচেন সুস্মিতা। তাঁর দুই সন্তান রয়েছে। তিনি বহু মহিলার কাছেই অনুপ্রেরণার আধার। কিছু দিন আগেই নতুন ছবির ঘোষণাও করেছিলেন সুস্মিতা। আপাতত তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরুন– এমনটাই প্রার্থনা তাঁর অনুরাগীদর।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑