ভারতীয় টাকার মূল্য সবচেয়ে বেশি এই ৬ টি দেশে~ কম খরচে  করে নিন বিদেশ ভ্রমণ

BENGALBYTE.IN

ভিয়েতনাম

ছবির মতো সুন্দর এই দেশে রয়েছে  বিস্তীর্ণ ধানের ক্ষেত, বৌদ্ধ প্যাগোডা দর্শন, নদীতে কায়াকিং করার অভিজ্ঞতা ।প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক জীবনধারার মেলবন্ধন হল ভিয়েতনাম দেশটি  ।এই দেশে ঘুরতে গেলে ভারতীয়দের  ১ টাকার বিনিময়ে মেলে ৩২৬.৮৭ ভিয়েতনামী ডং।

প্যারাগুয়ে

দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে দেশটি প্রাচীন এবং আধুনিক সভ্যতা ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। ভারতীয় পর্যটকদের কাছে পকেট ফ্রেন্ডলি এই দেশটিতে এক টাকার বিনিময়ে পাওয়া যায় ৯৫.২০ গুয়ারানি বা প্যারাগুয়ের মুদ্রা ।

কম্বোডিয়া

কম্বোডিয়া দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্য যতটা সুন্দর ততটাই  আকর্ষণীয় সেখানকার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। কম্বোডিয়ার  জাতীয় জাদুঘর, রয়্যাল প্যালেস, বিখ্যাত হ্রদ টোনলে, স্বচ্ছ সমুদ্র সৈকত সবই চিত্তাকর্ষক। ভারতীয় এক টাকার বিনিময়ে কম্বোডিয়াতে ৫৭.৩৪ কম্বোডিয়ান রিয়েল পাওয়া যায়।

কলম্বিয়া

ভারতীয় ১০,০০০ টাকা নিয়ে কলম্বিয়াতে গেলে সেদেশে তার মূল্য  হয়ে যাবে ৫০,০০০ পেসো। তাই দক্ষিণ আমেরিকার এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে ভারতীয়রা ছুটি কাটাতে যেতেই পারেন।  জঙ্গল সাফারির আনন্দ নিয়ে এবং  বিশ্ব বিখ্যাত কলম্বিয়ান কফিতে আলতো চুমুক দিতে দিতে অবসর বেশ ভালোই কাটবে।

উজবেকিস্তান

এশিয়ার মধ্যে অন্যতম আকর্ষণীয় দেশ উজবেকিস্তানে রয়েছে  বিখ্যাত ঐতিহাসিক রেশম পথ, মোজাইকের সমাধি, ঐতিহাসিক বাজার এবং পাবলিক স্কোয়্যার । শপিং করার   জন্যও এই দেশ যথার্থ কারণ ভারতীয় এক টাকার বিনিময়ে মিলবে ১৪৪.১৬ উজবেকিস্তানি মুদ্রা বা সোম।

ইন্দোনেশিয়া

হানিমুন কাপলদের জন্য এই স্থানটি আদর্শ। প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, চকোলেট কারখানা এবং শাড়ির বাজার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কম খরচে ঘুরে নিতে পারেন সুমাত্রা এবং  জাভা।  ভারতের  এক টাকা মানে ইন্দোনেশিয়াতে ১৯৩.৪৩ রুপিয়া।

More Amazing Contents, Swipe Up ↑