সুরের জাদুকর~ অরিজিৎ সিং 

BENGALBYTE.IN

আজকের অরিজিৎ

• মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই অখ্যাত ছেলেটার এখন জগৎজোড়া নামডাক

গুরুকুল থেকে যাত্রা

ফেম গুরুকুলের প্রতিযোগী থেকে বলিউডের  সবোর্চ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হলেন অরিজিৎ সিং 

জন্ম

২৫ এপ্রিল,2022এ গায়ক পা দিলেন ৩৫-এ।

মোট সম্পত্তি

বর্তমানে অরিজিতের মোট সস্পত্তির (Arijit Net Worth) পরিমাণ প্রায় ৫২ কোটির কাছাকাছি।

পারিশ্রমিক

সিনেমার গানের জন্য গায়ক প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

স্টেজ শো

স্টেজ শো-এর ক্ষেত্রে অরিজিত  মাত্র ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য প্রায় ১.৫ কোটি টাকা নিয়ে থাকেন ।

বাৎসরিক আয়

অরিজিৎ সিং এর বাৎসরিক প্রায় আট কোটি টাকা 

বিলাসবহুল ফ্ল্যাট

অরিজিৎ  বর্তমানে  মুম্বইতে যে ফ্ল্যাটে থাকেন তাঁর মূল্য প্রায় ৮ কোটির কাছাকাছি।

বহু মূল্যবান গাড়ি

অভিনেতার অর্জিত  বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছেHummer, Range Rover, Mercedes – Benz যাদের আনুমানিক মূল্য কমপক্ষে  ১ থেকে ২ কোটি।

সাদামাটা অরিজিৎ

এত প্রাচুর্যের মধ্যেও  অত্যন্ত সাদামাটা ভাবেই থাকতে ভালবাসেন এই বিশ্ব বিখ্যাত গায়ক

More Amazing Contents, Swipe Up ↑