পুরনো প্রেমকে আবার নতুন করে তুলুন

BENGALBYTE.IN

পরস্পরকে সময় দিন

পরস্পরকে একটু বাড়তি সময় দিন। সম্পর্কের প্রথম দিকে যে ভালবাসার তীব্রতা থাকে , সেটা এখন আর থাকবে না ; ফোন কলের সময়ও অনেক কমে আসবে। কিন্তু তার মাঝেও দিনের একটা সময় বরাদ্দ রাখুন নিজেদের মধ্যে গল্প করার জন্য। 

সপ্তাহে একবার দেখা করুন

ব্যস্ততা যতই বাড়ুক, সপ্তাহে একবার অন্তত দেখা করুন। সিনেমা দেখতে হোক, কফি শপে বসে গল্প করার জন্যই হোক…মোট কথা একসঙ্গে সময় কাটান। উল্টো দিকের মানুষটিকে মনে করিয়ে দিন, তিনি আপনার জন্য এবং আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

নিজের যত্ন নিন এবং যত্ন নিয়ে সাজুন

নিজেকে সাজিয়েগুছিয়ে রাখুন। বিশেষত, তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রোগ্রাম থাকলে মনে রাখুন, আপনাকে তিনি কীভাবে দেখতে পছন্দ করেন। সেভাবে নিজেকে সাজিয়ে যান।

অহেতুক উপহার পাঠিয়ে সারপ্রাইজ দিন

কোনও উপলক্ষ ছাড়াই উপহার পাঠান। সেটা খুব বড় বা দামী কিছু হতে হবে, তার কোনও মানে নেই। কিন্তু কারণ ছাড়া পাওয়ার খুশি থাকবে আপনার ভালোবাসার মানুষটির মধ্যে

নাইট আউট প্ল্যান করুন

সম্পর্কের গায়ে মরচে পড়ে যেতে বসেছে? সম্পর্ককে নতুন করে চাঙ্গা করে তুলতে তাকে না বলেই নাইট আউট প্ল্যান করে ফেলুন। তার বাড়িতে বা কর্মস্থলে পৌঁছে যান, তারপর সোজা সুদূরের আহ্বানে। দেখবেন, পুরনো সম্পর্কও আবার নতুন রং নিয়েছে।

তাঁকে ডিনারে ডাকুন কিংবা তাঁর বাড়িতে গিয়ে আপনি রান্না করুন

এটা নির্ভর করবে তাঁর পরিবারের সঙ্গে আপনার কতটা হৃদ্যতা, তার উপরে। তবে যদি মনের মানুষটির পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকে, তা হলে দ্বিতীয়টা করাই ভাল।

একতোড়া ফুল পাঠান

জানি, এটা ছেলেরাই বেশিরভাগ সময়ে করে। মেয়েরাও এই সুমধুর স্ট্র্যাটেজিটা একবার ট্রাই করে দেখতে পারেন। মেয়ে হয়ে আপনিও পাঠিয়ে দেখুন না ফুলের গুচ্ছ ? তাঁর মন্দ যে লাগবে না, এটুকু বলতে পারি।

শুভরাত্রির মেসেজ এর সাথে নিজের ছবি ও পাঠিয়ে দিন রাতে

এটা যতটা না রোম্যান্টিক তার চেয়ে ঢের বেশি আবেদনে ভরা। কিন্তু যেটাই হোক, প্রিয় মানুষের ছবি পেতে আপনার মনের মানুষটির যে ভালই লাগবে, তা হলফ করে বলা যায়।

More Amazing Contents, Swipe Up ↑