BENGALBYTE.IN
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভের বদলে বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন ৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি
সৌরভ অবশ্য প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেননি। এ বার কি তাহলে বোর্ডের অন্দরের রাজনীতির কারণে সভাপতির পদ থেকে সরতে হচ্ছে? নাকি বাইরের রাজনীতিও যুক্ত? এই প্রশ্নই কিন্তু তুলছে ক্রীড়ামহল
গৌতম ভট্টাচার্য বলেন, 'এটা পরিষ্কার যে, সৌরভকে সরিয়ে দেওয়া হল। যেহেতু তিনি হয়তো বোর্ডের মতাদর্শ অনুসরণ বা অনুকরণ করেননি যার মধ্যে মিশে থাকে রাজনীতিও।
সৌরভ বোর্ড সভাপতির চেয়ার হারাতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। একের পর এক মন্তব্যে ভারতের প্রাক্তন অধিনায়ককে বিদ্ধ করেছেন যে মন্তব্য স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সৌরভ। যদিও সামনাসামনি কিছু বলছেন না।
তবে যাওয়ার আগে সৌরভ বলে গেলেন, ‘এত বছর ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদ সামলেছি। এ বার সেখান থেকে সরে অন্য কোথাও যাব।’
চলতি মাসের ১৮ তারিখ বোর্ডের বার্ষিক সভায় শেষ বার প্রেসিডেন্ট পদের চেয়ারে বসবেন সৌরভ। তারপরই দায়িত্ব তুলে দেবেন রজার বিনিকে। মহারাজ যতই বলুন, বাঙালির পক্ষে এ দৃশ্য মেনে নেওয়া সত্যিই কঠিন
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑