বলিউড তারকাদের আকাশছোঁয়া দামি পোশাক 

BENGALBYTE.IN

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

২০২০ তে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডে অভিনেত্রী  আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার রাল্ফ এবং রুশোর পুঁতি যুক্ত সাদা একটি অভিনব গাউন পরেছিলেন যার মূল্য ছিল ৭৮,২০০ অর্থাৎ  ভারতীয় মুদ্রায় ৭৭ লক্ষ টাকা।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাডুকোন সর্বদা তাঁর সৌন্দর্য, স্টাইল এবং পোশাক সংক্রান্ত ব্যাপারে ফিল্ম ইন্ডাস্ট্রির শিরোনামে থাকেন । ২০১৯ সালে অনুষ্ঠিত মেট গালা কার্পেটের ইভেন্টে একটি গোলাপি রঙের অফ শোল্ডার গাউন পরেছিলেন যার মূল্য ছিল পঁচাত্তর হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রা অনুসারে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

উর্বশী রাউটেলা 

নিজের ফ্যাশনের অভিনবত্বের জন্য অধিকাংশ সময়েই শিরোনামে এসেছেন এই তারকা। কিছুদিন আগে সিনেমার শুটিং করতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী যেখানে তিনি যে বহু মূল্যবান পোশাকটি পরেছিলেন তার দাম ছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার।   

অনুষ্কা শর্মা

মহামূল্যবান পোশাক পরার ক্ষেত্রে অনুষ্কা শর্মা ও পিছিয়ে নেই; তিনি তাঁর বিয়ের জন্য ৩০ লক্ষ টাকা খরচ করেছিলেন। তাঁর বিয়ের লেহেঙ্গাটি ছিল সব্যসাচী মুখার্জির ডিজাইন করা

শিল্পা শেট্টি

স্টাইল আইকন শিল্পা শেট্টিও পোশাক নির্বাচনের ব্যাপারে সমানভাবে ওয়াকিবহাল। নিজের বিয়েতে তরুণ তাহালায়ানির ডিজাইন করা যে লাল শাড়িটি তিনি পরেছিলেন  তার মূল্য ছিল  ৫০লক্ষ টাকা।

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই এবং  অভিষেক বচ্চনের বিবাহ শুধু দেশেই নয় বিদেশেও বহুল আলোচিত। অভিনেত্রী বিয়েতে যে কাঞ্জিভরম শাড়িটি পরেছিলেন তার দামই ছিল ৭৫ লক্ষ টাকা  এবং সেই শাড়িটি  ডিজাইন করেছিলেন প্রখ্যাত ডিজাইনার নীতা লুল্লা।   

More Amazing Contents, Swipe Up ↑