BENGALBYTE.IN
অধিকাংশ ক্ষেত্রে এরা অন্যের খুঁত খুঁজে বের করতে পারদর্শী হন এবং এদের সঙ্গী যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁরা বিন্দুমাত্র চিন্তা করেন না। এরা অতি গোপনে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এতই নিখুঁত ভাবে যে কেউ টের পান না ।
এই রাশির জাতকদের সারাজীবন চেষ্টা করলেও সম্পূর্ণভাবে জেনে ওঠা যায় না । এরা রহস্যময় এবং নিজের সঙ্গীকে মিথ্যে বলতেও বৃশ্চিক জাতকদের খুব একটা অসুবিধে হয় না এবং অধিকাংশ ক্ষেত্রে নিজের গোপন প্রেমের কথা এরা গোপন রাখতে পারেন।
এরা বাস্তবে নীতিবাদী হলেও অনেক সময় বিয়ের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। এরা সম্পর্কে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগেন সঙ্গীর প্রতি অবিশ্বাসের কারণে। এই কারণে তারা অনেক ক্ষেত্রে মানসিক অশান্তিতেও ভোগেন।
এই রাশির জাতকদের সঙ্গী যতই সুন্দর ও কৃতী হোক না কেন, এরা অন্যের প্রতি আকৃষ্ট হওয়া থেকে নিজেদের সংবরণ করতে পারেন না ও সঙ্গীকে গোপন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সঙ্গীর পরিপূর্ণ মনোযোগ না পেলেও অন্যের দিকে ঝোঁকেন এরা।
এদের সব কিছুই খুব তাড়াতাড়ি একঘেয়ে লেগে যায় এবং তা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। এরা বেশিদিন ধরে কোনো একজন সঙ্গীর কাছে থাকলে হাঁপিয়ে ওঠেন আর তাই এরা অপরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রায়শই। এদের এনার্জি লেভেলের সাথে তাল মিলিয়ে চলতে পারবে এমন সঙ্গীই এঁদের জন্য উপযুক্ত
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑