BENGALBYTE.IN
এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। বর্তমানে ৫০ এর কাছাকাছি এই অভিনেত্রী আজও বিয়ে করেননি। মাঝে একজন পাকিস্তানি অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
প্রতিভাশালী এই অভিনেত্রীর বয়স ৫০ পেরলেও বিয়ে হয়নি এখনও। তাবু নাকি এখনও তার পারফেক্ট সঙ্গীকে খুঁজে পাননি। তাই তিনি অবিবাহিত রয়েছেন।
বলিউডের একসময়ের নামী অভিনেত্রী নাগমা মাত্র ১৬ বছর বয়সে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। তার নাম ভোজপুরি সুপারস্টার রবি কিষান এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও জড়িয়ে পড়েছিল। যদিও নাগমা এখনও অবিবাহিত করেছেন।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী, 'দঙ্গল' ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বয়স ৫০ পেরিয়ে গেলেও তিনি এখনো সিঙ্গেল। কিছু বছর আগে তিনি এক কন্যা সন্তানকে দত্তক নেন ; নাম দিত্যা।
বিয়ে করেননি অথচ মাতৃসুখ পেয়েছেন সুস্মিতা সেন। বেশ কয়েক বছর আগে তিনি দুই কন্যা সন্তানকে দত্তক নেন ; নাম রিনি এবং আলিশা। সুস্মিতার বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। তার প্রেমিকদের নিয়ে অনেক চর্চা হলেও এই বাঙালি বিশ্বসুন্দরী বিয়ের পিঁড়িতে বসেননি।
৯০ এর দশকে আশিকি ছবির সুপার হিট নায়িকা অনু হঠাৎ করেই বলিউড থেকে উধাও হয়ে যান। গাড়ি দুর্ঘটনায় বহুদিন কোমায় ছিলেন তিনি। হারিয়েছিলেন স্মৃতিশক্তিও। তিনিও অবিবাহিত থেকেছেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑