বলিউড তারকাদের ছবি পিছু ইনকাম

BENGALBYTE.IN

বরুণ ধাওয়ান (Varun Dhawan)

বক্স অফিসে কিছু করে দেখাতে না পারলেও ছবি পিছু বরুণ ধাওয়ানের পারিশ্রমিক বেশ চড়া। তার অভিনীত ‘যুগ যুগ জিও’ ছবিটি মুক্তি পেতেই ফ্লপ হয়েছে। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ২৫ কোটি টাকা

আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)

বিগত সময়ে চারটি ছবি পরপর ফ্লপ হয়েছে অভিনেতার। ইনিও ছবি পিছু দাবি করেন ২৫ কোটি টাকা। শোনা যাচ্ছে যে এই কারণেই তার ‘ড্রিম গার্ল ২’ ছবিটি হলে মুক্তিতে সমস্যা দেখা দিচ্ছে।

কার্তিক আরিয়ান (Kartik Aryan)

কার্তিক আরিয়ানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুলভুলাইয়া’ অফিসের বক্স অফিস সাফল্যের পর তিনি এখন এক একটি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন।

অক্ষয় কুমার (Akshay Kumar)

অক্ষয় কুমার বলিউডের অন্যতম একজন হিট নায়ক। লকডাউনের সময়ও তার ছবি ভালই ব্যবসা করেছে। তাই তখন তার পারিশ্রমিক ছিল ১৩০ কোটি টাকা। তবে অভিনেতার পরপর কয়েকটি ছবি না চলার দরুন তিনি তার পারিশ্রমিক কমিয়ে ১০০ কোটিতে নামিয়ে এনেছেন।

অর্জুন কাপুর (Arjun Kapoor) : 

অভিনেতার কেরিয়ারের দিকে নজর রাখতে দেখা যাবে যে অর্জুন কাপুর একজন ফ্লপ অভিনেতা। তিনি ছবি পিছু ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন।

বিদ্যুৎ জামাল (Vidyut Jamwal) :

অ্যাকশান কেন্দ্রিক ছবিগুলিতে বেশ ভালই কামাল দেখাচ্ছেন বিদ্যুৎ জামাল। তিনি প্রতিটি ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

রাজকুমার রাও (Rajkumar Rao)

বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেতা খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন। রাজকুমার রাও তার প্রপ্রতিটি ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

শাহিদ কাপুর (Shahid Kapoor)

বিগত বছরগুলোতে ২২ টি ছবি ফ্লপ হওয়া সত্ত্বেও শহীদ কাপুর ছবি পিছু ৭৫ কোটি টাকা দাবি করেন।

জন আব্রাহাম (John Abraham)

পরপর ৬ টি ছবি সুপার ডুপার ফ্লপ হওয়া সত্ত্বেও জন আব্রাহাম নিজেকে বড় পর্দার সুপারস্টার ভাবেন। তিনি ছবি পিছু ৪০ কোটি টাকা দাবি করেন।

More Amazing Contents, Swipe Up ↑