সিদ্ধার্থ-কিয়ারাকে কি উপহার দিলেন আম্বানি !

BENGALBYTE.IN

মহা ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানী

এই সেলিব্রিটিদের বিয়ের আমেজ থেকে বেরিয়ে আসতে পারেনি বলিউড।

সিদ্ধার্থ এবং কিয়ারাকে তাদের বিয়েতে অনেক দামি উপহার দিয়েছেন বলিউড তারকারা।

নব দম্পতির বিয়ের অনুষ্ঠানের চাকচিক্য থেকে শুরু করে বিয়েতে অতিথীদের থেকে তাদের পাওয়া উপহারের তালিকা দেখলে চমকে যাবেন।

সকলের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য করণ জোহর এবং ইশা আম্বানি

সিদ্ধার্থের পাশাপাশি কিয়ারাও করণের খুবই কাছের মানুষ। অন্যদিকে ইশা আম্বানির সঙ্গেও কিয়ারার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

ঈশা আম্বানি তার প্রিয় বান্ধবীকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে নিয়েছেন।

অর্থাৎ এবার থেকে কিয়ারা হবেন আম্বানিদের রিলায়েন্সের একটি সেগমেন্টের প্রচারের মুখ।

রিলায়েন্স ট্রেন্ড ফুটওয়ার সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে তাকে এই সুযোগ দেওয়া হয়েছে।

করণ জোহর তো বিয়ের উপহার হিসেবে তার আসন্ন তিনটি ছবির জন্য নায়ক-নায়িকা হিসেবে ঘোষণা করে ফেললেন সিদ্ধার্থ-কিয়ারার নাম।

More Amazing Contents, Swipe Up ↑