BENGALBYTE.IN
ভুল ভুলাইয়া 2 হল 2007 সালের অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া'-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল৷ আসল ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। আরিয়ান এবং কিয়ারা আদবানি ছাড়াও, ছবিতে টাবু এবং রাজপাল যাদবও অভিনয় করেছেন।
কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবিটি 150-175 কোটি টাকা আয়ের দিকে অগ্রসর হচ্ছে।
এখন পর্যন্ত এই ছবিটি 122.69 কোটি টাকা আয় করেছে।
রবিবার অর্থাৎ ২৯ শে মে'র হিসাবে ছবিটি 12.77 কোটি টাকা আয় করে যদি এই গতিতে চলতে থাকে চি তবে ছবিটির মোট সংগ্রহ দাঁড়ায় 122.69 কোটি টাকা।
কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবিটি, 14.11 কোটি টাকা আয় করে ছবিটির শুরু থেকে এবং বর্তমানে তা ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছে ।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑