'মিস্টার মাম্মি ' - র গল্প চুরি করা?

BENGALBYTE.IN

আকাশ চট্টোপাধ্যায়ের বক্তব্য

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘মিস্টার মাম্মি’ (Mister Mummy) ছবির বিষয়ভাবনা তাঁর।

‘মিস্টার মাম্মি’র ট্রেলার দেখে বিস্মিত টলি প্রযোজক

২০১৯ সালে একটি ছবির চিত্রনাট্য লেখেন আকাশ, যেখানে একজন যুবক অন্তঃসত্ত্বা হয়ে পড়বে। বছর দুয়েক আগে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে এই ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। ছবির নাম ঠিক হয় ‘ভিকি পেট সে’। পরে বিভিন্ন কারণে কথা এগোয়নি।

অগ্নিদেব পুত্র আকাশ জানিয়েছেন

চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়েশনে দাখিল করা আছে পেট সে-র চিত্রনাট্য। বলিউডের নামী এই প্রযোজনা সংস্থার কাছ থেকে কোনও অর্থও দাবি নেই তাঁর, শুধু নিজের ক্রেডিট চান আকাশ।

‘পেট সে’ ছবির বিষয়ভাবনা চুরি করে ‘মিস্টার মাম্মি’ তৈরি হয়েছে।

বলিউড প্রযোজনা সংস্থা টি-সিরিজের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আকাশের। প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানোর কথা ভাবছেন আকাশ।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের কী রায় এই বিষয় নিয়ে?

আকাশ জানিয়েছেন আইনজীবীর পরামর্শ নিয়ে এগোতে বলেছেন বাবা।

More Amazing Contents, Swipe Up ↑