BENGALBYTE.IN
অরিজিৎ সিং এর ব্যক্তিগত জীবনের প্রেমকাহিনী সিলভার স্ক্রিনের সুপারস্টার জুটিদের সমীকরণ কেও হার মানাবে একপ্রকার।
অরিজিৎ সিং ২০১৪ সালে ছোটোবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন।
এটা অরিজিতের দ্বিতীয় বিয়ে।
অরিজিতের বর্তমান স্ত্রী কোয়েলের এর আগেও একটি বৈবাহিক সম্পর্ক ছিল।
কোয়েল প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। আট বছর আগে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ।
অরিজিৎই তাঁকে প্রথম প্রস্তাব দেন। কোয়েল সেই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর বাঙালি হিন্দু রীতিমতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।
বাঙালি হিন্দু রীতিমতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।আপাতত সেই সম্পর্কেই তাঁরা অটুট আছেন ।
এই প্রেমের কোনো ভাগ হবে না
ভালোবাসা এবং ভালো থাকার এক দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑