অনুষ্কা শর্মার সিক্রেট বিউটি প্যাক 

BENGALBYTE.IN

গ্লোয়িং বিউটি 

অনিন্দ্য সুন্দর রূপের অধিকারী অনুষ্কা শর্মা সবসময় গ্লো করেন

তাঁর সৌন্দর্যের  আসল রহস্যটা কী ???

যদিও অনুষ্কা শর্মা প্রাকৃতিগত ভাবেই সুন্দরী তবুও তিনি সেই সৌন্দর্য বজায় রাখতে কিছু রুটিন ফলো করেন এবং নিজের সৌন্দর্য চর্চা করেন

অনুষ্কার বিউটি ফেসপ্যাক 

অনুষ্কা একবার একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন তিনি একটি বিশেষ ফেস প্যাক ব্যবহার করেন নিজের উজ্জ্বল ত্বকের জন্য।

উপকরণ

বিউটি প্যাকটি তৈরি করতে  কিছু ঘরোয়া  উপকরণ লাগবে।

নিম

কিছু নিমপাতা বেটে নিন বা দুই টেবিল চামচ নিম পাউডার নিন 

দই

এক চা চামচ দই নিন যা এক্ষেত্রে খুবই দরকারি 

গোলাপ জল 

আর তার সাথে নিন এক চা চামচ গোলাপ জল 

দুধ

এই প্যাক টি প্রস্তুত করতে আর যেই উপকরণটি লাগবে সেটি হল কয়েক ফোঁটা  দুধ ।

কীভাবে প্যাকটি ব্যবহার করবেন

পূর্বে উল্লিখিত প্রত্যেকটি উপকরণ  একসাথে মিশিয়ে নিন এবং মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

পেয়ে যান ঝলমলে ত্বক 

নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে আপনিও হতে পারেন অনুষ্কার মতন সুন্দর মসৃণ ত্বকের অধিকারী   

More Amazing Contents, Swipe Up ↑