বিনা সাজেই সুন্দরী

BENGALBYTE.IN

দীপিকা পাড়ুকোন

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।

সোনাম কাপুর

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য 

প্রিয়ঙ্কা চোপড়া

ও চাঁদ.. সামলে রাখো জোছনাকে কারো নজর.. লাগতে পারে

কৃতি শ্যানন

একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে।।

আলিয়া ভাট

আহ হা… কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু কাছে বলে আসতে।।

অনুষ্কা শর্মা

টানা টানা চোখ দুটো, ঢেড় মায়াবী তব ঐ মুখ। মেঘ কালো কেশ তোমারি, দেখে অবাক মোর দুটি চোখ।

ক্যাটরিনা কাইফ

ওগো কাজল নয়না হরিণী তুমি দাওনা ও দুটি আঁখি ওগো গোলাপ পাঁপড়ি মেলোনা তার অধরে তোমাকে রাখি

More Amazing Contents, Swipe Up ↑