ভারতে নিষিদ্ধ এই ছবিগুলি  হইচই ফেলেছে বিদেশে

BENGALBYTE.IN

আনফ্রিডম

ছবিটিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল এবং এটি মূলত একটি সন্ত্রাসবাদী দৃষ্টিকোণ থেকে তৈরী  করা; আর এই বিশেষ কারণেই ভারতে  ছবিটি ব্যান করে দেওয়া হয়।

গুলাবী আয়না বা দ্য পিংক মিরর

এই দেশে  জেন্ডার ইস্যু    সবসময়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে আর তাই নিয়েই  তৈরি এই বিতর্কিত  ছবিটি। ২০০৩ সালে ট্রান্সজেন্ডারদের নিয়ে বানানো  ''দ্য পিংক মিরর' এ (The Pink Mirror 2003) অশ্লীল দৃশ্য থাকার কারণে  ভারতে ব্যান করে দেওয়া হয়।

গান্ডু

ছবিতে ন্যুডিটি, গালিগালাজ, ড্রাগের নেশা--থাকার কারণেই কখনও রিলিজ করতে দেওয়া হয়নি  ভারতে এই ছবিটিকে যদিও  ছবিটি বিদেশে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছিল ।

​ডেজড ইন দুন

দুন স্কুল আর  সেই স্কুলে পড়ুয়াদের নিয়েই তৈরি হয়েছিল 'ডেজড ইন দুন' (Dazed In Doon 2010) ছবিটি । তবে ছাত্রদের অত্যধিক পরিমাণে ড্রাগের নেশা ও ন্যুডিটি প্রদর্শন  করার কারণে  ব্যান করে দেওয়া হয়েছিল 'ডেজড ইন দুন'।

পাঁচ

অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবিটিতে ছিল ড্রাগের নেশার কুরুচিপূর্ণ  দৃশ্য , তাল মিলিয়ে ছিল গালিগালাজ, যৌনতার মতো বিষয়ও। ছবিটি তাই ভারতে মুক্তি পায়নি। তবে ফিল্মফেস্ট হ্যামবার্গ' এবং 'দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ লস অ্যাঞ্জেলস'-এর চলচ্চিত্র উৎসবে  প্রদর্শিত এই ছবিটি প্রভূত প্রশংসা কুড়িয়েছিল।

More Amazing Contents, Swipe Up ↑