BENGALBYTE.IN
শ্রেয়া ঘোষাল ( নিট মূল্য~ ₹ 185 কোটি ): ভারতীয় সঙ্গীত জগতের রানী, শ্রেয়া ঘোষাল নিজের গানের জন্য 30 লাখ টাকা নেন।
মিকা সিং~ ( নিট মূল্য ~ ₹ 95 কোটি ): বলিউড ইন্ডাস্ট্রির গাব্রু, মিকা সিং বারবার আমাদের চেয়ার ছেড়ে মেঝেতে লাফ দিতে বাধ্য করে দেন নিজের শক্তিশালী কণ্ঠের জাদুতে। মিকা পাজি গান প্রতি 25 লাখ টাকা চার্জ করে থাকেন।
সুনিধি চৌহান ( নিট মূল্য ~ ₹ 65 কোটি টাকা): খুব অল্প বয়স থেকেই গান গাওয়া শুরু সুনিধি চৌহানের । তিনি প্রতি গানের জন্য 15 লক্ষ টাকা নেন এবং তার নিট মূল্য ₹65 কোটি
সোনু নিগম ( নিট মূল্য ~ ₹ 60 কোটি ): সোনু নিগম বলিউডের একজন গুণী গায়ক হিসেবে নিজের একটি জায়গা তৈরি করে রেখেছেন। তিনি প্রতি গানের জন্য 15 লক্ষ টাকা নেন এবং তার নিট মূল্য প্রায় ₹60 কোটি।
অরিজিৎ সিং ( নিট মূল্য ~ ₹ ৫২ কোটি টাকা) কোনো সন্দেহের ছায়া ছাড়াই, অরিজিৎ সিং তর্কাতীতভাবে বর্তমান প্রজন্মের সেরা বলিউড গায়ক। তিনি প্রতিটি গানের জন্য ₹40 লাখ টাকা চার্জ করে থাকেন ।
হানি সিং ( নিট মূল্য ~ ₹180 কোটি ): ব্রাউন রং থেকে শুরু করে ব্লু আইজ পর্যন্ত, হানি সিংয়ের প্রতিটি গান স্বয়ংক্রিয়ভাবে হিট হয়ে যায়। এই তারকা র্যাপ সং প্রতি 30 লাখ টাকা চার্জ করে থাকেন এবং গায়কের মোট মূল্য 180 কোটি টাকা।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑