স্বস্তিকার পোস্টকে ঘিরে সমালোচনা তুঙ্গে

BENGALBYTE.IN

‘আমাদের মন্দিরে আজান হোক’

একটি পোস্ট ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে স্বস্তিকা মুখোপাধ্যায়

নেটিজেনদের একাংশের রোষানল

অভিনেত্রীর পোস্ট করা একটি ছবির পোস্টার যাতে লেখা, “আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম।”

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বস্তিকা।

সেখানে “মি টু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব”- এই বিষয়ের বক্তা ছিলেন তিনি।

“একবার মসজিদে গিয়েও চণ্ডীপাঠ বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে দেখাও"

এভাবে স্বস্তিকার এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়েই আবার কেউ কেউ মসজিদে হনুমান চালিশা পাঠের দাবি জানিয়েছেন।

সকলেই স্বস্তিকার প্রতিক্রিয়ার অপেক্ষায়

বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া অভিনেত্রী দেননি।

More Amazing Contents, Swipe Up ↑