BENGALBYTE.IN
রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় কেরিয়ারটাও সমান তালে চালাচ্ছেন সোহম চক্রবর্তী।
টলিউডের সতীর্থদের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন সোহম।
সেটাই খুঁজে চলেছেন প্রাণপণে। শেষে আবিষ্কার করলেন, তাঁর সহকর্মীরাই ওই লাল সুটকেস নিয়ে পালিয়েছেন।
দেব থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, বনি, কৌশানি, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তাঁর লাল সুটকেস নিয়ে।
সেই ছবির মূল আকর্ষণ ওই লাল সুটকেস। ছবির নাম ‘LSD লাল সুটকেস দেখেছেন’।
সোহমের নতুন ছবির প্রচারে বেশ নতুনত্ব দেখা গিয়েছে বলেই মত নেটিজেনদের।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑