টলিউডের অভিনেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ!

BENGALBYTE.IN

সাংসদ সোহমের নতুন ছবি আসছে :

রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় কেরিয়ারটাও সমান তালে চালাচ্ছেন সোহম চক্রবর্তী।

নতুন ছবি মুক্তির আগেই ধুন্ধুমার :

টলিউডের সতীর্থদের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন সোহম।

একটা লাল রঙের সুটকেস হারিয়ে ফেলেছেন সোহম।

সেটাই খুঁজে চলেছেন প্রাণপণে। শেষে আবিষ্কার করলেন, তাঁর সহকর্মীরাই ওই লাল সুটকেস নিয়ে পালিয়েছেন।

লাল সুটকেসের সঙ্গে প্রত্যেকের ছবি শেয়ার করেছেন সোহম।

দেব থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, বনি, কৌশানি, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তাঁর লাল সুটকেস নিয়ে।

আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সোহমের নতুন ছবি।

সেই ছবির মূল আকর্ষণ ওই লাল সুটকেস। ছবির নাম ‘LSD লাল সুটকেস দেখেছেন’।

ছবির প্রচারেই এমন অভিনব পন্থা বের করেছেন সোহম।

সোহমের নতুন ছবির প্রচারে বেশ নতুনত্ব দেখা গিয়েছে বলেই মত নেটিজেনদের।

More Amazing Contents, Swipe Up ↑