বলিউডে পা না রেখেও বিপুল উন্মাদনা সৃষ্টি করেছেন অজয় কন্যা

BENGALBYTE.IN

সব সময়ই চর্চায় থাকেন অজয় ও কাজলের কন্যা

বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা, নায়সা দেবগন।

অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নায়সা।

ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বলে দাবি একাংশের। সে নিয়ে যথারীতি চলছে জল্পনা।

নায়সাও কি অভিনয় জগতের দিকে পা বাড়াচ্ছেন?

বাবা অজয় দেবগন এবং মা কাজল, দু’জনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাঁদের কন্যা হয়ে নায়সা অভিনয়েই আসবেন, এমনটাই অনুমান সকলের।

নেটিজেনদের কাছে কন্যার রূপ-রহস্য উদ্ঘাটন করেন মা কাজল, বলেন:

“নায়সা সারা ক্ষণ নেট ঘাঁটে। রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে ও সব জানে। সপ্তাহে তিন বার একটা ফেসমাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো, চেহারা বা স্বাস্থ্য নিয়ে সচেতন।”

সম্প্রতি সকলের কৌতুহল নায়সার সৌন্দর্য্য নিয়ে !

কিছুদিন ধরে নায়সাকে যেন বেশি সুন্দর লাগছে, গায়ের রং বদলে গেছে বলে দাবি একাংশের। কিন্তু শেষ মেষ কাজল কিছুটা হলেও কৌতুহল দমিয়ে দিয়েছেন।

More Amazing Contents, Swipe Up ↑