ভারতের এমন স্টেশন যার একপাশে ভারত অন্যদিকে বাংলা!

BENGALBYTE.IN

রেল পরিষেবাকে বলা হয় ভারতের লাইফলাইন।

প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান।

ভারতে সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো রেল ব্যবস্থা।

খরচ কম হওয়ার পাশাপাশি আরামে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল ব্যাবস্থার জুড়ি নেই।

মডার্ন রেলওয়ের সূচনা হয় ভারতের স্বাধীনতার পর।

প্রতিটি স্টেশনের মধ্যেই রয়েছে গভীর ইতিহাস।

আজ আমরা এমন এক স্টেশনের ব্যাপারে কথা বলবো যার একদিকে ভারত আর অন্যদিক বাংলাদেশে।

উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার সাব্রুম স্টেশন।

সাবরুম স্টেশনের খুব কাছেই বাংলাদেশ বর্ডার।

তাছাড়া এই স্টেশন এর কাছেই বয়ে চলেছে ফেনী নদী।

ফেনী নদী ত্রিপুরার সাব্রুমের অন্তর্গত,

চট্টগ্রাম, নোয়াখালী ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমানা চিহ্নিতকারী ফেনী নদী বাংলাদেশেরও অন্তর্গত।

More Amazing Contents, Swipe Up ↑