বলিউডের নায়িকারা যখন খলনায়িকার ভূমিকায় 

BENGALBYTE.IN

ক্যাটরিনা কেইফ 

ক্যাটরিনার সহজ সরল সুন্দর মুখের আড়ালে ভিলেনের চরিত্র ও যে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারেন তা না দেখলে বোঝা যেত না।  ‘রেস’ ফিল্মে তাঁর অভিনয় করা  নেগেটিভ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

কঙ্গনা রানাউত

কৃষ ৩ ছবিতে  খলনায়িকার চরিত্রে  অভিনয় করে অভিনেত্রী প্রভূত খ্যাতি কুড়িয়েছিলেন।

বিদ্যা বালান

ফিল্ম ‘ইশকিয়া’ বিদ্যা বসলান খলনায়িকার চরিত্রে  যে দুর্দান্ত অভিনয় করেছিলেন তার জন্য  তাঁর ফ্যান ফলোয়িং ৩ গুন বেড়ে গিয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে  নায়িকা হোক বা   খলনায়িকা; যেকোনো রোলই খুব সহজেই পালন করতে পারেন তিনি

কাজল

১৯৯৭-এ মুক্তি পাওয়া ফিল্ম ‘গুপ্ত: দ্যা হিডেন ট্রুথ’ ফিল্মে কাজল নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে কাজল  এজন খুনী সাইকো লাভারের ভূমিকায় দুর্দান্ত অভিনয়  করেছিলেন।   

প্রীতি জিন্টা

আরমান' ফিল্মে মেইন স্ট্রিমের এই অভিনেত্রী  নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ফিল্মে তিনি সোনিয়া কাপুরের চরিত্রে ছিলেন যা তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। 

প্রিয়ঙ্কা চোপড়া

মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়াও বাদ পড়েননি খলনায়িকা চরিত্রে অভিনয় করা থেকে। তাঁর অভিনীত ছবি  'অ্যাইতরাজ ' এ তাঁর   দুর্দান্ত অভিনয় দর্শক আজ ও মনে রেখে দিয়েছে। 

শাবানা আজমি

প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি তাঁর দুর্দান্ত অভিনয়শৈলীর জন্য বলিউডে অসামান্য খ্যাতি অর্জন করেছেন। মাকড়ি  ছবিতে তাঁর অভিনয় করা খল চরিত্রটি লোকে দেখে প্রশংসা না করে পারেননি ।   

বিপাশা বসু

বলিউডের এই বিশিষ্ট মডেল কাম অভিনেত্রী বিপাশা বসুকে  ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল 'জিস্ম'  এবং রাজ 3( Raaz 3) ছবিতে। খলচরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

More Amazing Contents, Swipe Up ↑