হৃতিক রোশনের ভূসম্পত্তি 

BENGALBYTE.IN

গ্রিক ঈশ্বর

হৃতিক  রোশন বিশ্বের অন্যতম উচ্চমানের আয়করী অভিনেতা। অভিনেতার সুন্দর চেহারা ও নিখুঁত ফিটনেসের জন্য  তাঁকে বলিউডের গ্রিক ঈশ্বর বলে  অভিহিত করা হয়ে থাকে ।

বিলাসবহুল অ্যাপার্টমেন্ট 

মুম্বাইয়ের জুহু-ভারসোভা লিংক রোডে  রয়েছে  অভিনেতার  দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যার বর্তমান মূল্য প্রায় ৯৭.৫০ কোটি টাকা এবং এই দুটি অ্যাপার্টমেন্ট  ৩৮,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত

বিগত পাঁচ বছরের মোট আয়

২০১৭ সালে তাঁর মোট আয় ছিল ১৬৮০ কোটি টাকা,২০১৮ সালে  ১৯৮০ কোটি টাকা,২০১৯ সালে ২২৩০ টাকা টাকা,২০২০ সালে ২৪১০ কোটি টাকা,২০২১ সালে অভিনেতার মোট রোজগার ছিল ২৭৪৫ কোটি টাকা।

সম্পত্তির পরিমাণ 

হৃত্বিকের নিজস্ব এবং তাঁর বাবা-মায়ের সম্পত্তি মিলিয়ে সর্বমোট   সম্পত্তির পরিমাণ হল ৫ হাজার কোটি টাকা!

বিলাসবহুল  গাড়ি 

মুম্বাইতে অভিনেতার  বাড়ির বর্তমান বাজার দর প্রায় ৮৪ কোটি টাকা।  তাঁর গাড়ির তালিকায় রয়েছে ফেরারি, ভলভো, অডি এবং মার্সিডিজ ব্র্যান্ডের অন্যান্য নামী দামি এবং  বিলাসবহুল গাড়ি।  সবকটি গাড়ির মোট মূল্য একত্রে করলে হবে প্রায়  ২৫ কোটি টাকা।    

More Amazing Contents, Swipe Up ↑