প্রেম বিরহের কথকতা শিল্পীর তুলিতে

BENGALBYTE.IN

শিল্প ~১

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা ...বোবা টেলিফোনের পাশে বসে!! তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায় ; আমি আচ্ছন্ন হয়ে পড়েছি, আবার দেখি চোখ ভিজে যায় কান্নায়

শিল্প~২

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি.. ক্ষমা করে দিও আমায়..

শিল্প~৩

আপনার মনে বসিয়া একেলা....অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে.. আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে.....

শিল্প~৪

হৃদয়ের এ কূল,   ও কূল, দুকূল  ভেসে যায়,হায় সজনি, উথলে নয়নবারি।যে দিকে চেয়ে দেখি ওগো সখী,  কিছু আর চিনিতে না পারি॥

শিল্প~৫

পাথরেও ফোটাই যদি ফুল, সকলেই বোঝে তবু ভুল।। ভাঙ্গা এই বুক ,বোবা এই মুখ ...দেখে না কেউতো ফিরে তাই।। আমার এই মুখের হাসি ম্লান। এতো কান্না এতো নয় গান ...এ যে আমার নীরব অভিমান।

শিল্প~৬

যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার।

শিল্প~৭

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এল না, যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ-গীত গাহে, যার বাঁশরি-ধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ।

More Amazing Contents, Swipe Up ↑