তুমি যাকে ভালোবাসো

BENGALBYTE.IN

প্রেয়সী~১

বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য আমিই সেই মেয়ে।

প্রেয়সী~২

জানি চাঁদের প্রতি তোমার অনীহা প্রেমের সেই সুচনা থেকেই । চাঁদকে তোমার সাথে তুলনা করতাম বলে সে কি ভীষণ রাগ । তোমার দাবী ছিলো তুমি চাঁদ থেকেও সুন্দর ।

প্রেয়সী~৩

পাগলী, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন।

প্রেয়সী~ ৪

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই পাছে ভালোবেসে ফেল তাই দুরে দুরে রই।।

প্রেয়সী ~৫

শরীর যেন জানলা, সেই জানলা জুড়ে আকাশ , আকাশ ভেঙে বৃষ্টি বৃষ্টিতে ডুবে যাই.. উষ্ণ আবেশে ধন্য, শুধু ভালোবাসারই জন্য আমি নিজের কাছে অন্য হতে চাই, আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই তোমার সাথে একলা হতে চাই

প্রেয়সী ~ ৬

ধূম্রনেত্রবধে দেবী ধর্ম্মকামার্থ-দায়িনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি

More Amazing Contents, Swipe Up ↑