''মায়াকুমারী'' ছবিতে আবির চট্টোপাধ্যায়ের লুক !

BENGALBYTE.IN

ছবিতে একেবারে বৃদ্ধ লুকে আবির

সম্প্রতি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিতে আবিরের লুক দেখে নেটিজেনদের চোখ কপালে

ছবির বৃদ্ধ ব্যক্তিটি আসলে হ্যান্ডসাম আবির চট্টোপাধ্যায়, তা কেউ বিশ্বাসই করতে পারছেন না।

মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু

পোস্টে আবির লিখেছেন, 'সেই জাদুকরের সঙ্গে যিনি 'মায়াকুমারী' (Maayakumari) ছবিতে কানন কুমার এবং অহিরের আলাদা আলাদা লুক তৈরি করেছেন

মায়াকুমারী আর কাননকুমারের জুটি পর্দায় জনপ্রিয় ছিল।

পরবর্তীতে পর্দার বাইরেও সম্পর্ক গড়ে ওঠে এই জুটির।

বাংলা সিনেমার নস্ট্যালজিয়ায় ডুবে যাওয়ার সুযোগ দিলেন অরিন্দম ও শুভেন্দু।

ছবি তৈরির পরিবেশ এবং মায়াকুমারীর হঠাৎ হারানোর ঘটনা নিয়ে সুন্দর রহস্যঘন চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু । অরিন্দম সেই চিত্রনাট্যে মায়াকুমারী ও রুনির ব্যক্তিত্বের সম্পর্ক ও সংঘাতকে সিনেমার আকার দিয়েছেন।

More Amazing Contents, Swipe Up ↑