BENGALBYTE.IN
এই প্রতিষ্ঠানে রয়েছে গাছ-গাছড়ার অসাধারণ সংগ্রহ। কোন প্রবেশমূল্য ছাড়াই সকাল সাতটা থেকে এগারোটা এবং দুপুর দেড়টা থেকে পাঁচটা অবধি খোলা এই উদ্যান । ঠিকানা: ন্যাশানাল লাইব্রেরির দক্ষিণে, আলিপুর ফোন: ২৪৭৯ ১৭১৩
WEBREDA এবং বিজ্ঞান, কারিগরি ও শক্তি দপ্তর প:ব: সরকারের মিলিত উদ্যোগে ২০০০ সালে চালু হয় এই পার্কটি যা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে সাতটা অবধি। ঠিকানা: ইস্টার্ন সাইড অফ ই.এম. বাই পাস সায়েন্স সিটির বিপরীতে
শহরের কোলাহল থেকে দূরে নির্জন সবুজের মধ্যে কিছুক্ষণের জন্য সময় কাটাতে চাইলে এটি একটি আদর্শ জায়গা সাব্যস্ত হতে পারে। ঠিকানা: সেক্টর IV, সল্ট লেক সিটি, নিকো পার্কের নিকট ফোন: ২৩৫৭ ২৮৮৮
কনসার্ন ফর ক্যালকাটা নামে সিটিজেন অ্যাকশন গ্রুপ লাউডন স্ট্রিটের একটি পার্ক এবং জলাশয় কে প্রকৃতি-পাঠের ক্ষেত্র হিসেবে গঠন করে তুলেছে যেখানে কচি কাঁচারা গাছপালা চিনতে শেখে পরিবেশের সঙ্গে পরিচিতি হয়
KMDA-এর একটি সৌন্দর্যায়ন প্রকল্প এই উদ্যান। ২০০০ সালে এটি চালু হয়। সবুজের স্নিগ্ধতার তৃপ্তি এখানে মেলে মর্মরমূর্তি আর ফোয়ারাগুলির সান্নিধ্যে
ডালহৌসি স্কোয়ার ট্যাঙ্ক এর অপর নাম হল লালদিঘি যার অবস্থান শহরের কেন্দ্রস্থলে। নামে দিঘি হলেও এটি প্রকৃতপক্ষে একটি বড় পুকুর ।
ব্যারাকপুরের গঙ্গার তীরে , ঐতিহ্যমণ্ডিত এই স্থানটি একটি সুন্দর পিকনিক স্পটও বটে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশন থেকে অতি সহজেই এখানে আসা যায়। ঠিকানা : ব্যারাক রোড, ব্যারাকপুর
এটি একটি ঐতিহ্যবাহী একটি উদ্যান যা ইদানীংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ।ঠিকানা: ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, ৮৯ মৌলানা আবুল কালাম আজাদ সরণি, কলকাতা-৭০০ ০৫৪ ফোন: ২৩২১ ৫৪৮৬ ২৩৩৪ ৩৯০৩
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑