মায়ানগরীর গ্ল্যামারাস অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন!

BENGALBYTE.IN

ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস

মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।

নিজের বিউটি ব্র্যান্ড অর্থাৎ কে বিউটির কারণে পুরস্কার পান ক্যাটরিনা

ক্যাটরিনাকে এদিন একটি সিলভার রঙের গাউনে দেখা যায়। তিনি এই অনুষ্ঠানে বিউটি উদ্যোগপতি অব দ্য ইয়ারের পুরস্কার পান।

ভিকি কৌশলকে দেখা যায় কালো স্যুট এবং সাদা শার্টে।

ভিকিকে শীঘ্রই ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে আসবে।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানাকে চোখে সানগ্লাস দিয়ে স্টাইলিশ অবতারে রেড কার্পেটে হাঁটতে দেখা যায়।

রশ্মিকা মন্দানাকেও এই অনুষ্ঠানে দেখা যায়

তিনি ব্রেকথ্রু ফেস অব দ্য ইয়ার পুরস্কার পান।

বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান

বর্তমান সময়ের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখা যায় একটি গ্রে রঙের টিশার্ট এবং স্যুটে।

More Amazing Contents, Swipe Up ↑