BENGALBYTE.IN
শাহরুখ খান অভিনীত পাঠান দর্শকদের বহু প্রতীক্ষিত সিনেমা। এই সিনেমায় জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটি শ্যাম মানেকশ-এর জীবনীর ওপর তৈরি। ভিকির সঙ্গে অভিনয় করছেন ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। পরিচালক মেঘনা গুলজার।
সিনেমায় কঙ্গনাকে বায়ু সেনার পাইলট হিসাবে দেখা যাবে। এ বছরের অক্টোবরে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
ইশান খট্টর, ম্রুণাল ঠাকুর ও প্রিয়াঙ্কা পেইনয়ুলি অভিনীত পিপা সিনেমাটি বার্নিং চাফিস বই-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। ১৯৭১ সালের যুদ্ধের ওপর এই সিনেমাটি নির্মিত হবে।
সিদ্ধার্থ মালহোত্রা ও রশ্মিকা মন্দানা অভিনীত মিশন মজনু ভারতের সর্বশ্রেষ্ঠ গোপন অপারেশনের একটি অকথ্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑