বরুণ ধাওয়ানের ফিটনেস ডায়েট 

BENGALBYTE.IN

ব্রেকফাস্টে

সকালে বরুণ ধাওয়ান খান ১ কাপ কফি, ডিমের সাদা অংশের অমলেট , স্যান্ডুইচ বা ওটস, ঘুম থেকে উঠে এই ডায়েট তিনি নিত্যনৈমিত্তিক ফলো করেন।

লাঞ্চে

ব্রাউন রাইস, তিনটি চাপাটি, ব্রকোলি ও এগ বেকড চিকেন , শ্যুটিং ফ্লোরেও বরুণ বাড়ি থেকেই টিফিন নিয়ে যায় যার ফলে অভিনেতার ডায়েটে কোনও খামতি থাকে না

মধ্যবর্তী সময়ে

মাঝখানে হালকা খাবার হিসেবে মাখানা অর্থাৎ পদ্মবীজ বা অন্য বীজ থেকে তৈরি এক প্রকার পুষ্টিকর খাবার দিয়ে পেট ভরান বরুণ। তার সাথে সাথেই প্রচুর জল পান করেন তিনি

টিফিন

ফল ও প্রোটিন শেক খেয়ে থাকেন তিনি।

ডিনার

রাতে হালকা খাবার খেয়ে থাকেন বরুণ, সিদ্ধ সব্জি ও গ্রিল্ড ফিস ; আবার কখনো বা খান মুরগির মাংসের সঙ্গে সব্জি।

রাতের খাবারের পর

রাতের খাবার খাওয়ার পরে ১৪ থেকে ১৬ ঘণ্টার মধ্যে আর কিছু খান না তিনি।

খাবারের সাথে সাথে শরীরচর্চা 

এই মেনুর পাশাপাশি বরুণ বিশেষভাবে নিজের শরীরের যত্ন নিয়ে থাকেন;   প্রতিদিন জিম থেকে শুরু হেলথ চেকআপ, ওয়েট মেনটেইন করা করে থাকেন অভিনেতা। 

More Amazing Contents, Swipe Up ↑