ত্বকের যত্নে গোলাপ ব্যবহার করুন

BENGALBYTE.IN

রোদ থেকে বাঁচতে

একটি পাত্রে গোলাপ জল, শসার রস এবং আমন্ড অয়েল মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখে লাগিয়ে নিতে পারেন। এটি ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে পারে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে

একটি পাত্রে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে সঙ্গে মধু, শিয়া বাটার ও পছন্দের একটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ক্রিম মিশ্রণ তৈরি হলে এয়ার টাইট কৌটোয় ভরে রাখুন। সময়ে অসময়ে কাজে লাগবে।

ময়শ্চারাইজার

দুই টেবিলচামচ অলিভ অয়েল নিন। তার সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে দিন। এই ময়শ্চারাইজার ত্বকের দাগ কিংবা স্ট্রেচ মার্ক দূর করতে ব্যবহার করতে পারেন।

ঠোঁটের যত্ন

দুটি গোলাপ থেকে পাপড়ি ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে সামান্য পরিমাণ দুধ ও মধু মিশিয়ে সেই মিশ্রণ নিয়মিত ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট পর ঠোঁট ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল

৩ টেবিল চামচ জলে গোলাপের পাপড়ি কয়েক ঘণ্টা ধরে ভিজিয়ে রাখুন। একটি কটন প্যাড গোলাপের জলে ভিজিয়ে চোখের উপর লাগিয়ে ধীরে ধীরে মুছে নিন। প্রতিদিন এটা করলে ডার্ক সার্কেল কমতে থাকবে।

More Amazing Contents, Swipe Up ↑