চেনা মুখ অজানা গল্প 

BENGALBYTE.IN

জন্ম ও চলচ্চিত্র জগতে পদার্পণ

১৯৬৩ সালে জন্ম শ্রীদেবীর । এরপর ১৯৬৭ সালে মাত্র ৪ বছর বয়সে তামিল ছবি ‘থুনাইভান’তে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন তিনি

দেশের প্রথম মহিলা সুপারস্টার

বলিউডে তিনি শ্রীদেবী নামে খ্যাত হলেও তাঁর আসল নাম ছিল শ্রীআম্মা ইয়াঙ্গের আয়াপ্পান। দেশের প্রথম মহিলা সুপারস্টার হওয়ার পর ‘শ্রীদেবী’ নামটি লাভ করেন 

তেরো বছর বয়সে মায়ের ভূমিকায় শ্রীদেবী

১৩ বছর বয়সে ‘মুন্দ্রু মুদিচু’ ছবিতে রজনীকান্তের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শক মহলে প্রমাণ করেছিলেন তাঁর তুখোড় অভিনয় শৈলী ও  দক্ষতা।

শ্রীদেবীর পরিচালিত প্রথম ছবি

তাঁর পরিচালিত প্রথম ছবি ছিল  ‘শক্তি – দি পাওয়ার’ যেখানে অভিনয় করতে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে

৩০০'র ও বেশি ছবিতে অভিনয়

শ্রীদেবী তাঁর  ৫০ বছরের ক্যারিয়ার জীবনে ৩০০-র বেশি ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হন। 

জুরাসিক পার্ক ছবির অফার নাকচ করেন অভিনেত্রী

১৯৯৩ সালে হলিউড ছবি ‘জুরাসিক পার্ক’-এর অফার পেয়েছিলেন শ্রীদেবী। ছবিটি তাঁর স্টেটাসের সঙ্গে মানানসই ছিল না তাই অভিনেত্রীর ফিরিয়ে দিয়েছিলেন সেই অফার।

শ্রীদেবীর দুই মেয়ের নামকরণ

শ্রীদেবীর  দুই মেয়ে জাহ্নবী ও খুশির নামকরণ হয় তাঁর দুটি ছবির চরিত্রের নাম থেকে। ‘জুদাই’ ছবিতে শ্রীদেবীর চরিত্রের নাম ছিল জাহ্নবী ও ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল খুশি।

শ্রীদেবীর শেষ ছবি

২০১৮ সালে ‘মম’ ছবিতে সৎ মায়ের চরিত্রে  অনবদ্য  অভিনয়ই ছিল তাঁর শেষ ছবি।

More Amazing Contents, Swipe Up ↑