গার্হস্থ্য হিংসার শিকার ছোট পর্দার এই জনপ্রিয় তারকারা

BENGALBYTE.IN

শ্বেতা তিওয়ারি

টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারি গার্হস্থ্য় হিংসার শিকার হন। প্রথম স্বামী রাজা চৌধুরীর দ্বারা মানসিক এবং শারীরিক নির্যাতন এবং পরবর্তীতে দ্বিতীয় স্বামী অভিনব কোহলির দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন।

সুরভি তিওয়ারি

"এক রিশতা সাঝেদারি কা" সিরিয়ালের অভিনেত্রী সুরভি তিওয়ারি স্বামী ও শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

দলজিৎ কউর

অভিনেত্রী দলজিৎ কউর ২০০৯ সালে বিয়ে করেন। ২০১৫ সালে তিনি স্বামী শালিন ভানোটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনে অভিযোগ আনেন।

ডিম্পি

একটি রিয়েলিটি শো-তে পরিচয় হয় ডিম্পি এবং রাহুল মহাজনের। পরে এ পরিচয় প্রেম থেকে বিয়েতে পরিনত হওয়ার পর সংসারে অশান্তি বেড়ে চলে। ডিম্পি রাহুলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনে।

মন্দানা

টানা দু'বছর মেলামেশার পর ২০১৭ সালে গৌরব গুপ্তাকে বিয়ে করেন মন্দানা। ওই বছরের জুলাই মাসে গৌরব এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন অভিনেত্রী।

রেশমি দেশাই

উত্তরণের সেট থেকে প্রেম শুরু হয় রেশমি দেশাই এবং নন্দীশ সান্ধুর মধ্যে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চার বছরের বৈবাহিক সম্পর্ক বিবাহ বিচ্ছেদে পরিনত হয়। একটি সাক্ষাৎকারে রেশমি জানায়, এই সম্পর্কে তাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয়েছে।

রুচা

ছোট পর্দার জনপ্রিয় মুখ রুচার সঙ্গে বিয়ে হয় মিতুল সঙ্ঘভির। বিয়ের পর থেকে শুরু হয় সাংসারিক ঝুটঝামেলা। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের হাতে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন রুচা, বলে অভিযেগ করেন অভিনেত্রী।

More Amazing Contents, Swipe Up ↑