কাপুর পরিবার~একটি পরম্পরা 

BENGALBYTE.IN

পৃথ্বীরাজ কাপুর

ভারতীয় থিয়েটার এবং হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত  পৃথ্বীরাজ কাপুর  হিন্দি চলচ্চিত্রের নির্বাক যুগে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন।

রণবীর রাজ কাপুর 

রাজকাপুর ছিলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক । 'ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শক'  হিসেবে গণ্য করা হয় রাজ কাপুরকে।  

শাম্মী কাপুর ওরফে শমশের রাজ কাপুর 

ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং পরিচালক শাম্মী কাপুর ছিলেন অত্যন্ত জনপ্রিয়, চিত্রতারকা শিল্পী ও প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। জংলি সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয় আজ পর্যন্ত কেউ ভুলতে পারেনি 

শশী কাপুর ওরফে  বলবীর রাজ কাপুর

সেকালের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর হিন্দি চলচ্চিত্র অঙ্গনে চলচ্চিত্র পরিচালক ও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

রণধীর কাপুর

সত্তরের দশকের অত্যন্ত জনপ্রিয় একজন বলিউড অভিনেতা ছিলেন তিনি। রণধীর 'শ্রী ৪২০', 'দো উস্তাদ'  চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয় করার পর ১৯৭১ সালে 'কাল আজ অর কাল' চলচ্চিত্রে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন।

ঋষি কাপুর

খ্যাতনামা এই অভিনেতা, প্রযোজক এবং পরিচালক  ১৯৭০ সালে পিতা রাজ কাপুরের চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।  ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে তাঁর অভিনয় চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দেয়।

রাজীব কাপুর 

রাজীব কাপুর ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক। রাম তেরি গঙ্গা ম্যায়লি ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের কথা সকলের মনে গেঁথে আছে 

কারিশমা কাপুর

নব্বই দশকের নামকরা  এই ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী  অভিনেতা রণধীর কাপুর এবং ববিতার প্রথম কন্যা।  করিশ্মা  কাপুর ১৯৯১ সালে, সতের বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্র দিয়ে  ।

কারিনা কাপুর 

বিবাহোত্তর কারিনা কাপুর খান নামে পরিচিত এই  ভারতীয় বলিউড অভিনেত্রী রণধীর কাপুর ও ববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

রণবীর কাপুর 

ইদানীংকালের জনপ্রিয়তম অভিনেতা  রণবীর কাপুর  ২০০৭ সালে সাওয়ারিয়া ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন।

More Amazing Contents, Swipe Up ↑