আবীর চট্টোপাধ্যায়~ ব্যোমকেশ থেকে সারেগামাপা 

BENGALBYTE.IN

বর্তমান বয়স

১৮ই নভেম্বর ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন।  বর্তমানে তাঁর বয়স ৪১ বছর।

বাবা ও মা সিলভার স্ক্রিনের পরিচিত মুখ

আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় ও মা রুমকি চট্টোপাধ্যায়  দুজনেই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব।

অভিনয় জীবন

আবীর চট্টোপাধ্যায় ২০০৯ সালে  ‘ক্রশ কানেকশান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেন।

ব্যোমকেশ বকশি চরিত্রেই বাজিমাত আবিরের

মূলত ব্যোমকেশ বক্সী –র বিভিন্ন চরিত্রেই সফলতা লাভ করেন আবির চট্টোপাধ্যায়।

অসাধারণ অভিনয়শৈলী

২০১৭ সালে অনীক দত্ত পরিচালিত ‘মেঘনাদবধ রহস্য’, ২০১৬তে ব্যোমকেশ পর্ব, ২০১৫ তে ‘হর হর ব্যোমকেশ’, ‘রাজকাহিনি’, ‘কাটমুন্ডু’ প্রভৃতি সিনেমা এনে দেয় তাঁর প্রভূত সুখ্যাতি। 

মোস্ট ডিজায়ারেবল ম্যান

২০১৪ সালে রঞ্জন ঘোষ পরিচালিত ‘হৃদ মাঝারে’ ছবিতে একক ভুমিকায় অভিনয় করে  তিনি ‘ক্যালকাটা টাইমস মোস্ট ডিজায়েরেবল মেন’ এর তালিকার শীর্ষে উঠে আসেন।

জি বাংলার সারেগামাপা তে আবিৈর কেরামতি

বর্তমানে জি বাংলা চ্যানেলের সারেগামাপা অনুষ্ঠানে তিনি সঞ্চালকের ভূমিকায় বেশ সুনাম অর্জন করেছেন  

দাম্পত্য জীবন

২০০৭ সালে নন্দিনী  চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবির। তাঁদের একটি মিষ্টি মেয়ে রয়েছে, ময়ূরাক্ষী। প্রথমবার আবির-নন্দিনীর দেখা হয় এমবিএ করতে গিয়ে ICFAI ইউনিভার্সিটিতে। তবে আবিরের বিয়ের খবরে মন ভেঙেছিল বহু মহিলা অনুরাগীদের।

অমিতাভের ফ্যান আবির

আবির চট্টোপাধ্যায় বিগবি'র একনিষ্ঠ ভক্ত। যখনই হিন্দি ছবিতে অমিতাভ বচ্চনের কথা বলেন তিনি, সবসময়ই শাহেনশাহর ব্যারিটোন ভয়েস কপি করার চেষ্টা করেন।

শচীন তেণ্ডুলকরেরও বড় ফ্যান আবির চট্টোপাধ্যায়।

ছোটবেলায় তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। একসময় আবির বলেছিলেন, শচীন যেদিন অবসর নেন সেদিন তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। লেফটিস্ট খেলোয়াড় হয়েও তিনি ব্রায়ান লারার ফ্যান। 

More Amazing Contents, Swipe Up ↑